
বঙ্গোপসাগরে দুই দিন ভেসে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বাংলাদেশের সমুদ্রসীমায় যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
তারই ধারাবাহিকতায়, গত শনিবার (৩০ আগস্ট ২০২৫), বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ট্রলার থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’।
প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই উদ্ধার অভিযান চালিয়ে নৌবাহিনী দেখিয়েছে অসাধারণ সাহসিকতা।
জানা যায়, মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে, আন্তর্জাতিক জলসীমা সংলগ্ন এলাকায় ভেসে থাকা ট্রলারটি রাডারে সনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ।
যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা গত দুই দিন ধরে ভাসমান অবস্থায় দিন কাটাচ্ছিলেন, যেখানে খাবার ও পানির চরম সংকটে ছিলেন তাঁরা।
জেলেদের উদ্ধারের পর নৌসেনারা তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ সময় ট্রলারে থাকা প্রত্যেকেই শারীরিকভাবে সুস্থ ছিলেন।
উদ্ধারকৃত ট্রলারটি ১৫ আগস্ট ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এটি গভীর সমুদ্রে আটকে পড়ে।
নৌবাহিনী উদ্ধার অভিযান শেষে ট্রলারটিকে নিরাপদে টেনে আনে এবং পরবর্তী ব্যবস্থার জন্য এটি বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজিএস আত্রাই) নিকট হস্তান্তর করে।
এ ঘটনা আবারো প্রমাণ করল, বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের নিরাপত্তায় নয়, মানুষের জীবনের নিরাপত্তায়ও দায়িত্বশীলভাবে কাজ করছে।
সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, সমুদ্র অর্থনীতির বিকাশ ও মৎস্যজীবীদের নিরাপত্তায় প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ।