
ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে মহাসড়কের পাশে থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ৯টা দিকে পিলজংগ এলাকার স্থানীয় লোকজন মহাসড়কের পাশের্^ প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতক ওই শিশুকন্যার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, নবজাতক ওই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে।