Logo
table-post
জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরকা পরতে হবে না - বাগেরহাট-১ আসন প্রার্থী
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরকা পরতে হবে না। কুচক্রিমহল কুৎসা রটিয়ে বলছে জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরকা পরতে হবে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এটা মানবতার সংগঠন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য।’-কথা গুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 


নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,‘আপনাদের এই ম্যাসেজ গুলো তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর কর্মিরা পেশীশক্তিকে ভয় পায় না। আমরা আইন হাতে তুলে নিব না। আমরা সুষ্টু নির্বাচনের লক্ষে দক্ষ কর্মি বাহিনী গড়ে তুলব। যাদের হাতে অস্ত্র থাকবে না। মুখে থাকবে নারায়তাকবির, আল্লাহু আকবর। পেশীশক্তি আমাদের নারায়তাকবির অস্ত্রের সামনে অতীতেও টেকেনি। আগামীতেও টিকবে না। ইনশাল্লাহ।’


উপজেলা জামায়াতে আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন কমিটির সহকারি পরিচালক ও ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এবি এম তৈয়াবুর রহমান।
 

@bagerhat24.com