
৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে আট কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেল সাড়ে ৫টা দিকে স্থানীয় লোকজন উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় ইব্রাহিম তালুকদার নামের ওই যুবককে একটি নিল রংয়ের ড্রাম নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম খুলে দেখেন ভেতরে গাঁজা রয়েছে। এসময় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।