Logo
table-post
বাগেরহাটের আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা, ঝুঁকিতে যাত্রী ও পরিবহন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৬ কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। বড় বড় গর্ত, খানাখন্দ আর সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে থাকা পানির কারণে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও চালকরা।

অভিযোগ রয়েছে, আমড়াগাছিয়া কাঠেরপুল থেকে তাফালবাড়ী শাম বেপারীর বাড়ি ব্রিজ পর্যন্ত অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই রাস্তাটি দিয়ে প্রতিদিনই বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ভ্যানসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ৫২ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কের কিছু অংশ প্রশস্ত হলেও অধিকাংশ জায়গা সরু ও ভাঙাচোরা হয়ে চলাচল অনিরাপদ করে তুলেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। শাহিন হাওলাদার নামে এক স্থানীয় বলেন, “এই সড়ক দিয়ে চলাফেরা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার ছাড়া এই ভোগান্তি লাঘব হবে না।”

দূরপাল্লার বাসচালক তাইজুল বলেন, “বড় গর্তে গাড়ির চাকা আটকে যায়, পাশ কাটাতে গিয়ে গাছের ডালে বাসের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় প্রায়ই।”

সুন্দরবনে পর্যটন মৌসুম সামনে রেখে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন, “পর্যটকরা এ সড়কে ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্ঘটনার খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে।”

এদিকে প্রবাসী জামাল নুরের মতে, “নামে আঞ্চলিক মহাসড়ক হলেও বাস্তবে এটি চলাচলের অনুপযোগী। জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।”

প্রশাসনের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস এসেছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদিপ্ত কুমার সিংহ জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হবে।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, “দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে, শিগগিরই সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হবে।”

@bagerhat24.com