
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিতলমারী বিএনপি’র প্রস্তুতি সভা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি প্রস্তুতি সভা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী সরকারি সামসুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শমসের আলী মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ, জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো ও রুনা গাজী।
চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল হাসান অপুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম-আহবায়ক শিপন মুন্সি, বিএনপি নেতা গোলাম ফারুক বুলু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামান।
সভায় উপজেলা বিএনপির ৭টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী চিতলমারীতে ব্যাপকভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয়।