
ফকিরহাটের লখপুরে একটি ইটের সলিং রাস্তা এখন মরণ ফাঁদ
01/01/1970 12:00:00পি.কে.অলোক, ফকিরহাট
ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া-বারুইডাঙ্গা সরদারপাড়া মসজিদ ভায়া হাকিম সরদারের বাড়ির অভিমুখে ইটের সলিং রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। দীর্ঘদিন যাবৎ জনবহুল এই রাস্তাটি মেরামত বা সংস্কার না করায় তা ভেঙ্গেচুরে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অতিদ্রুত ইটের সলিং এই রাস্তাটি মেরামত বা সংস্কার করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি ।
জানা গেছে, জাড়িয়া-বারুইডাঙ্গা সরদারপাড়া মসজিদ ভায়া হাকিম সরদারের বাড়ির অভিমুখে প্রায় ১৫শ মিটার লম্বা ও ৬ফুট চওড়া একটি ইটের সলিং রাস্তা রয়েছে। যে রাস্তাটি তৎকালিন ইউপি চেয়ারম্যান এসএম আবুল হোসেন ২০০৮সালে নির্মাণ করেন। এটি নির্মাণের পর হতে আর কোন সংস্কার বা মেরামত করা হয়নী। ফলে রাস্তাটির অধিকাংশ স্থানে ভেঙ্গেচুরে একাকার হয়ে তা যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। রাস্তাটি কোন কোন স্থানে ভেঙ্গেচুরে এমন অবস্থা হয়েছে, যে ভ্যান রিক্সা মটর সাইকেল তো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা অসম্বব।
স্থানীয় এলাকাবাসি মোঃ নজরুল ইসলাম শেখ, কামরুল ইসলাম শেখ, মোঃ আব্দুল্লাহ মোড়ল, ইলাহী মোড়ল, মোস্তাইন সরদার, রশিদ সরদার, ফেরদাউস সরদার, রজব আলী সরদার, হাকিম সরদার, হালিম সরদার, আলাউদ্দিন শেখ, আবু বক্কার মোড়ল ও আজিজুর রহমান শেখ সহ একাধিক গ্রামবাসিরা জানান, চলতি বর্ষা মৌসুমে রাস্তাটি সবচেয়ে বেশি নষ্ট হয়েছে।
তাছাড়া রাস্তার পূর্ব ও পশ্চিম পাশের্^ দুইটি বড়বড় নর্দামা থাকায় রাস্তায় চলাচলরত যানবাহন চলাচলের সময় পিঠলে ঐ গর্তের মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে অহরহ। শুধু তাই নয়, স্কুল ও মাদ্রাসায় যাওয়া ছোট্ট ছোট্ট শিশু শিক্ষার্থীরা ভাঙ্গা-চুরা ইটের সলিংয়ের উপর দিয়ে হাটার সময় পা পিছলে পড়ে আহত হচ্ছে। তাদের দাবী অতিদ্রুত রাস্তাটি পাকাকরণ করার জন্য তাঁরা স্থানীয় সরকার বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।