
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা একব্যক্তির মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা পরিচয়ের (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা এলাকায় মহাসড়ক থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে পথচারীরা উপজেলার বড়খাজুরা এলাকায় মহাসড়কের উপর ওই অজ্ঞাতনামা পরিচয়ের ব্যাক্তির মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। তবে ভোররাতে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত কোন পরিবহণ তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে পুলিশ জানান।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। কিভাবে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা পরিচয়ের ওই ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।