
আওয়ামী লীগ ও যুবলীগ থেকে সরে দাঁড়ালেন দুই ভাই
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ পলাশ শেখ (৪৪) ও তার ভাই আজগর শেখ (৪০) একই ওয়ার্ডের যুবলীগ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, পলাশ ও আজগর পিতৃহীন। জীবিকার তাগিদে পলাশ শেখ বেকারীতে শ্রমিকের এবং ছোট ভাই আজগর শেখ কৃষিকাজ করেন। রাজনীতি বা দলদারি কি তা তাঁরা বোঝেন না। সব সময় রুজির ধান্ধা নিয়ে ব্যস্ত থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার একটি কুচক্রিমহল সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির সদস্যতে পলাশের এবং একই ওয়ার্ডে যুবলীগের কমিটিতে আজগর শেখের নাম দেয়। যা তাঁদের জানা ছিল না। উক্ত কমিটিতে যারা তাঁদের নাম দিয়েছে তাঁরা দুই ভাইয়ের কারো মতামতের তোয়াক্কা করেনি। পরবর্তীতে গত বছরের ৫ আগষ্টের পর লোকমুখে জানতে পারেন তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির সদস্য। তাঁরা সাধারন খেটে খাওয়া মানুষ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য পদের বিষয়টি নিয়ে নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়ছেন। তাই অদ্য ২৮ আগস্ট থেকে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছেন এবং সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ থেকে তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের কোন কমিটির বা সংগঠনের সদস্য নয় এবং তাদের কারো সাথে কোন সম্পর্ক নেই বা থাকবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশ শেখ ও আগজর শেখের ভাইপো মোঃ নুর আলম।