Logo
table-post
বাগেরহাটে আসন সংকোচন নয়, চার সংসদীয় আসন বহাল রাখার জোর দাবি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনের (ইসি) সীমানা নির্ধারণ নিয়ে আয়োজিত শুনানিতে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবি তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী, নাগরিক সংগঠন এবং সাধারণ মানুষ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের শুনানিতে এই দাবি জোরালোভাবে উঠে আসে।

শুনানিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা বলেন, ভোটার সংখ্যা সমন্বয়ের নামে বাগেরহাটের আসন কমিয়ে আনার প্রস্তাব অন্যায় ও অযৌক্তিক। ইসি প্রস্তাব করেছে বাগেরহাটে চারটির পরিবর্তে তিনটি আসন রাখা হবে এবং গাজীপুরে একটি আসন বাড়ানো হবে। এর তীব্র বিরোধিতা করেন জেলা প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আইনজীবী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন শুনানিতে বলেন, “গণঅভ্যুত্থানের পর জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বর্তায় নির্বাচন কমিশনের ওপর। কিন্তু বাগেরহাটবাসীর কাছ থেকে একটি আসন কেড়ে নেওয়া জনগণের অধিকার খর্ব করার সামিল।”

অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু ও মিজানুর রহমানও জেলার চারটি আসন বহাল রাখার পক্ষে পরিসংখ্যান ও যৌক্তিকতা তুলে ধরেন।

এদিকে, একইদিন সকালে বাগেরহাটের শত শত মানুষ নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করে চার আসন বহাল রাখার দাবি জানান। তাদের বক্তব্য, আসন কমানো হলে জেলার জনগণের প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হবে।

শুনানিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আরও ২০টি আসনের সীমানা নির্ধারণ নিয়ে যুক্তি-তর্ক শোনা হয়। এর মধ্যে সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর ও তিন পার্বত্য জেলার আসন নিয়ে আলোচনা হয়।

@bagerhat24.com