Logo
table-post
ফকিরহাটে কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাট এর উদ্যোগে কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুর ১২টায় শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী দাশ শিশির কুমার।

কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাট এর প্রতিষ্ঠাতা শেখ রাকিব হাসান সোহান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা বিশ্বনাথ ভদ্র, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি শাহরিয়ার,অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদা আক্তার, শিক্ষক খায়রুল বাসার জুয়েল, শেখ সুমন হোসেন, শারমিন সুলতানা প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাট এর প্রতিষ্ঠাকালীন পরামর্শক প্রভাষক সজল আহমেদ, সহকারী প্রেসিডেন্ট মো: তাউসিফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সাবরিনা আক্তার অর্পা, প্রেসিডিয়াম সদস্য শাহ নাভিড হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপ থেকে যারা প্রথম হয়েছেন তারা হলেন সাবরিন মেহজাবিন, রদিয়া আক্তার, ও জাহিন মাহদিয়াত। এছাড়াও ২৫ আগষ্ট সোমবার কনশিয়াস ইয়ুথ অব ফকিরহাট এর উদ্যোগেট্রি প্লান্টিং টক শো অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। 

@bagerhat24.com