চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ সভা হয়। সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন সভাপত্বি করেন।
এ সময় সভায় বক্তব্য রাখেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন, চিকিৎসক এম আর ফরাজী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারী উপজেলা কমান্ডের যুগ্ম-আহবায়ক মোঃ আবু তালেব শেখ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলনা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মোঃ শোয়েব হোসেন গাজী, প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর, সাধারন সম্পাদক মোঃ তাওহীদুর রহমান বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রহমত শেখ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা রঞ্জন হালদার।
