বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর মোটর শোভাযাত্রা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতনিধি
বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীম মোটর শোভযাত্রা করেছেন। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপি বাগেরহাট-১ আসনের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় এই মোটর শোভাযাত্রা ও পথসভা করেন।
এদিন সকালে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে পথসভা করেন নেতাকর্মীরা। পথসভা শেষে মোটর শোভাযাত্রা শুরু হয়। ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বিকেলে শোভাযাত্রাটি চিতলমারী উপজেলার গোদাড়া এলাকায় পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীম, দলটির ফকিরহাট উপজেলা সভাপতি ইমরান বিন লুৎফর, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, চিতলমারী উপজেলা সভাপতি ডা. আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত, মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি নুরুজ্জামান, যুব আন্দোলন নেতা আবু বক্কর ও শ্রমিক আন্দোলন নেতা সুলতান মাহমুদ খান প্রমুখ।
বক্তারা বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যানের রাজনীতিতে বিশ্বাসি। শুরু থেকে মানুষের কল্যানে কাজ করে আসছে দলের নেতাকর্মীরা। আগামী নির্বাচন উপলক্ষে ৩শ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সকল প্রার্থীরা মাঠে জনসংযোগ করছে। বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীম জয়লাভ করবে।’
