
ফকিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মটরসাইকেল শো-ডাউন ও পথসভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহট-চিতলমারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম এর মটরসাইকেল শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে মোল্লাহাট থেকে শুরু করে ফকিরহাট হয়ে চিতলমারী বিভিন্ন এলাকায় মটরসাইকেল শো-ডাউন করেন।
এদিন ফকিরহাট বিশ্বরোড মোড়, কাটাখালী মোড় ও শুভদিয়া মোড়ে পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম।
এসময় অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সভাপতি মাও: মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক মাও: মোশারেফ হোসেন, যুগ্ম সম্পাদক মুফতী নুরুজ্জামান, ফকিরহাট উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও: ইমরান, সহসভাপতি মাও: হাবিবুল্লাহ, সাধারন সম্পাদত মাও: আল-আমিন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক মো: রাসেল হাওলাদারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বাগেরহাট চারটি সংসদীয় আসল পুনবহালের দাবী জানান।