Logo
table-post
পশুর নদীতে নিখোঁজ লস্কর রাব্বির লাশ উদ্বার করে নৌবাহিনীর ডুবুরি দল
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 
পশুর নদীতে  নিখোঁজের  পর বাল্কহেড জাহাজের  লস্কর রমজান হোসেন  রাব্বির লাশ উদ্ধার করেছে নৌবাহিনীর ৭ সদস্যের একটি ডুবুরি দল। 

মোংলা পশুর নদীর কাইনমারি  এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এ ৭ সদস্যের নৌবাহিনীর ডুবুরি দলের নেতৃত্ব দেন জাহিদুর রহমান সিপিও( সিডি)


মোংলা বন্দরের ৫ নম্বর  জেটি সংলগ্ন নদীতে সার বোঝাই করে  নোঙ্গর করে  এমভি শোভা বাল্কহেড জাহাজ। জাহাজের লস্কর রমজান হোসেন রাব্বি (২০) এ সময় অসাবধানতাবসত নদীতে পড়ে নিখোঁজ হয়  । নিখোঁজ হওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করার পর  উদ্ধার অভিযান করে নৌবাহিনী, কোস্টগার্ড  ফায়ার সার্ভিস ও মোংলা বন্দরের ড্রোন অপারেটর টিম ।  আজ সন্ধ্যা   ৭ টায় রাব্বির  লাশ উদ্ধার করা হয়। মৃত রাব্বির বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া  উপজেলায়। 

মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 

@bagerhat24.com