
সংসদীয় আসন পূর্ণবহালের দাবীতে চিতলমারীতে হরতাল পালন
01/01/1970 12:00:00এস এস সাগর
বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবীতে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মিরা সকাল-সন্ধ্যা হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসুচি পালন করেছেন। রোববার (২৪ আগস্ট) সকালে তাঁরা ঢাকা-মাওয়া-পিরোজপুর ও বাগেরহাট-চিতলমারী সড়কের মচন্দপুর মোড়ে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করেন। হরতাল চলাকালিন রাস্তায় কোন প্রকার যান চলাচল করেনি। জরুরী পরিসেবার বাইরে সকল দোকানপাট বন্ধ ছিল।
সকাল ১০ টায় কুনিয়া বাস্ট্যান্ড মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ^াস, সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলনা মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাগেরহাটে ৪টি সংসদীয় আসন ছিল। কিন্তু হঠাৎ নির্বাচন কমিশনের একটি আসন কমানোর প্রস্তাবে বাগেরহাট জেলাবাসির সাথে বিমাতাসুলভ আচারণ করা হয়েছে। যদি নির্বাচন কমিশন তাদের এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’