Logo
table-post
কচুয়ার সাইনবোর্ডে দিনভর সড়ক অবরোধ
01/01/1970 12:00:00

সংসদীয় আসন কমানোর প্রস্তাবের বিরুদ্ধে সর্বদলীয় আন্দোলন

শুভংকর দাস বাচ্চু | কচুয়া

বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটিতে আনার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই দাবিতে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার জিরো পয়েন্টসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ পালন করা হয়।

অবরোধের কারণে বাগেরহাট–পিরোজপুর মহাসড়ক, সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়ক এবং বাগেরহাট–কচুয়া সড়কে সারাদিন যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে যাত্রী ও পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম। তিনি বলেন, “বছরের পর বছর ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বিদ্যমান। অথচ নতুন প্রস্তাবে রামপালকে বাগেরহাট-২ আসনের সঙ্গে এবং মোংলাকে বাগেরহাট-৪ আসনের সঙ্গে যুক্ত করে মোট আসন সংখ্যা কমিয়ে তিনটিতে আনা হচ্ছে। এটি বাগেরহাটের জনগণের সঙ্গে অবিচার। নির্বাচন কমিশন যদি এ প্রস্তাব প্রত্যাহার না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের আমির রফিকুল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান, কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান সহিদুজ্জামান মিল্টন, গোপালপুর  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, বাধাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আবদুল গফফার, মিজানুর রহমান বাগা ও সরদার শাহানাওয়াজ প্রমুখ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সংসদীয় আসন কমিয়ে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বাগেরহাট জেলায় আরও বড় আন্দোলন চলবে।

@bagerhat24.com