Logo
table-post
বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ
01/01/1970 12:00:00

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির উদ্যোগে মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো মানুষ উপজেলা সদর ও আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কে জড়ো হন। পরে তারা ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট সেতুর মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে অবরোধ কার্যক্রম পালন করেন। ফলে দূরপাল্লার বাস, ট্রাক ও স্থানীয় পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে চাকরিজীবীরা ভোগান্তির শিকার হন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের বৃহত্তম জেলার অন্যতম বাগেরহাট। এই জেলায় প্রায় এক হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন। এছাড়া ষাট গম্বুজ মসজিদ ও খাজা খানজাহান আলীর মাজার। এমন ঐতিহ্যবাহী জেলায় চারটির অধিক আসন থাকা যৌক্তিক হলেও নির্বাচন কমিশন উল্টো একটি আসন কমিয়ে তিনটি করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

তারা আরও জানান, একটি আসন কমানোর প্রতিবাদে এবং চারটি আসন পুনর্বহালের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বদলীয় কমিটি। আগামীকাল সোমবার (২৫ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ওই শুনানিতে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন নেতারা।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা ও সিনিয়র সচিব ডা. মো. ফরিদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি ও সর্বদলীয় কমিটির আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন— বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী, নায়েবে আমীর আব্দুস সবুর, খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি আ. হান্নান এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিএনপি, জামায়াত, ইসলামী দল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

@bagerhat24.com