
ফকিরহাটের কাটাখালীতে হরতাল অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ২৪ আগষ্ট রবিবারের হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে শনিবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি বিশাল বিক্ষোভ মিছিল কাটাখালী বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে পরে গোল চত্তরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা এবিএম তৈয়েবুর রহমান, থানা সেক্রেটারী আবুল আল মাসুম, বিএনপি নেতা গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন মোড়ল, এমএ আওয়াল, সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মহিউদ্দিন মইন ভুইয়া, মোঃ আলীবুদ্দিন, ফকরুল আলম, আবুল হাসান, মিরাজুল ইসলাম, মিজানুর রহমান মোড়ল, মোঃ কামাল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আরমান হোসেন বাদশা, কাজি মিরাজ, নাজমুল হাসান ও মেহেদী হাসান জনি প্রমুখ।