
“রাস্তার পাশে দাঁড় করিয়ে শিশুদের কষ্ট নয়” — বাগেরহাটে শিক্ষা সচিবের দৃঢ় আহ্বান
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
“অতিথি অভ্যর্থনার নামে কোমলমতি শিশুদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার পুরোনো কালচার থেকে বেরিয়ে আসতে হবে” — এমন মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন।
শনিবার দুপুরে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “অতীতে আমরা দেখেছি অতিথি আসার কারণে শিক্ষার্থীদের রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়ে যায়। এ ধরনের অমানবিক প্রথা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। যাদের জন্য এসব আয়োজন করা হয় তাদেরও উচিত এ সংস্কৃতি বন্ধ করতে উদ্যোগী হওয়া।”
তিনি আরও বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রায়ই বিভিন্ন তদ্বির ও চাপের কারণে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে এ ধরনের চর্চা পরিহার করতে হবে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। সকালে রঙিন র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে শিক্ষার্থী-শিক্ষকদের মিলনমেলা। এ উপলক্ষে প্রায় দেড় হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নিবন্ধন করে অনুষ্ঠানে যোগ দেন।
ষাটের দশকের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক বুলবুল কবির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “এই বিদ্যাপীঠে শিক্ষকরা ছিলেন সত্যিকারের মানুষ গড়ার কারিগর। তাদের অবদান কখনো ভুলবার নয়।”
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নুজহাত ইয়াসমিন। উদ্বোধক ছিলেন সাবেক সচিব মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, ড. মো. ফরিদুল ইসলাম এবং বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
বিদ্যালয়ের দীর্ঘ ১৪৭ বছরের ঐতিহ্যকে ঘিরে দিনটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।