Logo
table-post
মোল্লাহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
মোল্লাহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় শেখ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গাংনী গ্রামের নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় শেখ খুলনার তেরখাদা উপজেলার বসুন্দরীতলা গ্রামের আহাদ আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ফরাজীর বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছ কাটার জন্য হৃদয় শেখ গাছে ওঠেন। এ সময় গাছের একটি বড় ডাল পাশে থাকা বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে হৃদয় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হৃদয় শেখের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের কারণে তিনি সবার কাছে প্রিয় ছিলেন। হঠাৎ এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক বলেন, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

@bagerhat24.com