Logo
table-post
রবিবার চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল ও সড়ক অবরোধ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি 
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ রবিবার (২৪ আগস্ট) চিতলমারী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন। বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবীতে তাঁরা এ সব কর্মসূচি পালন করবেন। এ লক্ষে শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ হরতাল ও অবরোধ সফলের জন্য এক বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা সদর বাজারের কোটি টাকার ব্রীজ (সাবেক স্টীল ব্রীজ) থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। 


মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মুনিরুজ্জামান, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপিত ডাক্তার কাজী আবুল কালাম এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না। 


সভায় বক্তারা বলেন, ‘বিগত দিনে বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন ছিল। সেই সংসদীয় আসন ৪টি আসন থেকে একটি আসন মাইনাস করে ৩টি করা হয়েছে। এর ফলে এলাকার উন্নয়ন মারাত্মভাবে ব্যাহত হবে। সে কারণে আমরা আমাদের ন্যায্য হিস্যা পাওয়ার জন্য আমাদের চিতলমারীতে সম্মিলিত ভাবে মহাসড়ক অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।

আগামীকাল রবিবার জরুরী সেবার বাইরে দোকান-পাট, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা ও অফিস-আদালত বন্ধ রাখার আহব্বান জানাচ্ছি।’ 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শিপন মুন্সি এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন।


বাগেরহাট জেলার ৪ টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবীর এ বিক্ষোভ মিছিলে প্রর্বল বর্ষণ উপেক্ষা করে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। 
 

@bagerhat24.com