Logo
table-post
ফকিরহাটের খাজুরায় ট্রাকের  সাথে সংঘর্ষে বাইকার  চালক নিহত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ট্রাকের সাথে মটরসাইকেলের সংঘর্ষে মটরসাইকেল চালক নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল চালক তোফাজ্জেল হোসেন পলাশ (২১) খুলনা মহানগরী’র দোলখোলা টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নিহত তোফাজ্জেল হোসেন মোংলা থেকে মটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন।

 

লকপুরের খাজুরা এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এ দুর্ঘটনায় তার মটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে গেছে।

 

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 
 

@bagerhat24.com