Logo
table-post
বাগেরহাট-৪ আসন বহালের দাবিতে সর্বাত্মক হরতাল-অবরোধ ঘোষণা, জেলাজুড়ে উত্তেজনা
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা

বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে আসছে রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব মাওলানা রেজাউল করিম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও নৌপথে কঠোর হরতাল-অবরোধ পালন করা হবে। তবে কাঁচাবাজার, মাছবাজার, ফার্মেসি, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং পরীক্ষার্থীরা এ কর্মসূচির বাইরে থাকবে। অপরদিকে, শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, ইপিজেড, শিল্প কারখানা, ফেরি, খেয়াঘাট, পৌরসভা, উপজেলা, ব্যাংক-বীমা, দোকানপাটসহ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কর্মসূচি বাস্তবায়নে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় নির্দিষ্ট স্থানে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন—বাগেরহাট সদর নেতাকর্মীরা আদালতপাড়া এলাকায়, কচুয়ার নেতাকর্মীরা সাইনবোর্ড বাজারে, ফকিরহাট ও রামপাল কাটাখালী এলাকায়, মোল্লাহাটের কর্মীরা মোল্লাহাট ব্রিজে, মোংলার নেতারা বন্দর ও দিগরাজ বাজারে, শরণখোলার নেতারা স্থানীয় বাসস্ট্যান্ডে, মোড়েলগঞ্জ পৌরসভা ও দক্ষিণ ইউনিয়নের নেতারা নব্বইরশি এলাকায়, চিতলমারীর নেতারা নাজিরপুর-পাতগাতী সড়কে এবং বলইবুনিয়া-হোগলাবুনিয়ার কর্মীরা ছোলোমবাড়ীয়া স্ট্যান্ডে অবস্থান করবেন।

 

এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা-খুলনা ও মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

 

১৯৮৪ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বিদ্যমান থাকলেও নির্বাচন কমিশন গত ৩০ জুলাই হঠাৎ করে এক সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় তিনটি আসনের প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের পর থেকেই বাগেরহাটবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। সর্বদলীয় সম্মিলিত কমিটি প্রতিবাদ জানিয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে আসছে।

@bagerhat24.com