Logo
table-post
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত-৬
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা- খুলনা মহাসড়কে যাত্রীবাহি বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত সকলেই রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

শনিবার (২৩ আগষ্ট) বিকালে মোংলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস বিকেল ৪টায় মোংলা- খুলনা মহাসড়কের উপজেলার কবিরাজ বাড়ির মোড় এলাকায় পৌছালে মোংলাগামী এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চালক এবং ৫ যাত্রী গুরুতর আহত হয়। একই সাথে বাস ও ট্রাকের সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়। 

এ দূর্ঘটনায় আহত বাসের চালকসহ ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে দিগরাজ বাজার পৌর ট্রাক টার্মিনালে স্থানান্তর করা হলেও খালি সিলিন্ডারবাহী ট্রাকটি সড়কের মাঝখানে বিকলঙ্গ হয়ে থাকায় সড়কে যান চলাচল  ব্যাহত হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনিসুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 

@bagerhat24.com