Logo
table-post
ফকিরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগ,৫ লাখ টাকার ক্ষতি
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে একটি মাছের ঘেরে অজ্ঞাতনামা দুর্বৃত্ত বিষ প্রয়োগ করে শত শত মাছ মেরে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়রা জানান, কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ শাহিদুল ইসলাম (৫৩) দীর্ঘদিন ধরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তার নিজস্ব ১১৭ শতক জমিতে মাছ চাষের জন্য একটি ঘের রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ পালন আসছে। প্রতিদিন বিকালে তার কর্মচারী ঘেরে মাছের খাবার সরবরাহ করেন।

 

ভুক্তভোগী শাহিদুল ইসলাম জানান, গত ২০ আগস্ট বিকালে তার কর্মচারী ঘেরে খাবার দেওয়ার পর রাতে কেউ অজ্ঞাতভাবে বিষ প্রয়োগ করে।

পরের দিন সকাল ৬টা ৩০ মিনিটের দিকে পাশের ঘেরের মালিক তুষার মন্ডলের স্ত্রী ঘেরটি দেখতে গেলে মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখে। পরে শাহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে পানিতে বিষের তীব্র গন্ধ অনুভব করেন। তিনি অভিযোগ করেছেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘেরটিতে বিষ প্রয়োগ করে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ২১ আগস্ট ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

@bagerhat24.com