Logo
table-post
বাগেরহাটে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে নবাগত জেলা প্রশাসঔ আহমেদ কামরুল হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃংখলা ও শিক্ষার অগ্রগতি, পর্যটন শিল্পের বিকাশসহ নানা বিষয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাটের উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, স্থানীয় সারকারের উপপরিচালক ডা. মো. ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিঞ্চু প্রসাদ চক্রবর্তী, সাবেক সভাপতি আহসানুল কারিম, মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আলী আকবার টুটুল, সাংবাদিক ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক প্রমুখ।

@bagerhat24.com