
ফকিরহাটে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পরিচ্ছন্নতা কার্যক্রম
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
“পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
শুক্রবার (২২ আগষ্ট) সকাল ১০টায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা ফকিরহাট বিশ্বরোড মোড় ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেন। এদিন তারা উপজেলার বিভিন্ন স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার করবেন বলে জানান।
এসময় ফকিরহাট বিডি ক্লিন এর টিম লিডার সুজন শেখ, উপসম্বয়ক রাসেল শেখ, সদস্য আব্দুল্লাহ শেখ, সাদিয়া খাতু, কুরবান শেখ, বৃষ্টি খাতুন, আঞ্জুমারা রিমা, সহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।
ফকিরহাট টুঙ্গিপাড়া বাস কাউন্টারের পরিচালক মারুফ শেখ জানান, বিশ্বরোড়ে এই ড্রেনের নিচে দীর্ঘদিন ধরে মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছে। এর ফলে দুর্গদ্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছিল। এটা পরিস্কার করায় সুন্দর একটি পরিবেশ ফিরে আসবে।
ফকিরহাট বিডি ক্লিন এর উপসমন্বয়ক রাসেল শেখ জানান, ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।
ফকিরহাট বিডি ক্লিন এর টিম লিডার সুজন শেখ বলেন, বিডি ক্লিন স্বেচ্ছাসেবী যুব সংগঠন। যা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি দেশব্যপী প্রতি সপ্তাহের শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে ও তার আশপাশে থাকা মানুষদের পরিচ্ছন্ন বাংলাদেশের সুফল সম্পর্কে অবহিত করে। এমনকি তাদের মাঝে সচেতনতাও তৈরী করে এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থান তথা ডাস্টবিন এ ফেলতে উদ্বুদ্ধ করে। এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।