Logo
table-post
সুন্দরবনে হরিণ শিকারী আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল মাংস জব্দ
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

সুন্দরবনে অবৈধ শিকার রোধে কোস্ট গার্ডের তৎপরতায় আবারও ধরা পড়লো এক কুখ্যাত হরিণ শিকারী। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পা।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা মোংলা থানার সাইলো এলাকা ঘিরে ফেলে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জয়মনি গ্রামের বাসিন্দা নজরুল গাজীর ছেলে মোঃ হাসান (৩৪) কে হরিণের মাংস ও পা-সহ আটক করা হয়।

পরে জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

@bagerhat24.com