Logo
table-post
বাগেরহাটে আসন বিলুপ্ত ও বিভাজনের প্রতিবাদ কর্মসূচি শেষে যান চলাচল স্বাভাবিক
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

সংসদীয় আসন বিলুপ্ত ও বিভাজনের প্রতিবাদে বাগেরহাটে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে চলে এ অবরোধ কর্মসূচি। এতে সর্বদলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

 

 অবরোধের ফলে মোংলা-খুলনা-ঢাকা ও বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দুপুর ১টার পর ফের শুরু হয় যান চলাচল। এদিকে একই ইস্যুতে রবিবার দিনব্যাপী বাগেরহাটে মহাসড়ক সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন সর্বদলীয় নেতারা। 

 

মুলত গত ৩০ জুলাই ইসি বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধি ও বাগেরহাট-০৩ আসন বিভাজনের প্রতিবাদে ওইদিন থেকে লাগাতার নানা কর্মসূচি পালন করে আসছে বাগেরহাটবাসী। 

@bagerhat24.com