
রামপালে আইনশৃঙ্খলা সভা
01/01/1970 12:00:00রামপাল সংবাদদাতা
রামপালে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার, রামপাল থানার ওসি আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, রামপাল পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. কামাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, রামপাল উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী খালিদ নোমান প্রমুখ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এর পাশাপাশি নদী-খালের বাঁধ অপসারণ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, অনিয়ন্ত্রিতভাবে গরুর মাংশ বিক্রি বন্ধ, বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ, মডেল স্কুলের ট্যাঙ্কি চুরি ও রামপাল সরকারি কলেজের দক্ষিণ পাশে ভাঙ্গন রোধে আলোচনা করা হয়।