Logo
table-post
ফকিরহাটে হযরত আমীর হামজা দাখিল মাদ্রাসায় সংবর্ধনা  অনুষ্ঠান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ঐতিহ্যবাহী হযরত আমীর হামজা (রা.) দাখিল মাদ্রাসার উদ্যোগে বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) সকাল ১১টায় মাদ্রাসা অডিটরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

এসময় সদ্য বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত আমীর হামজা (রা.) ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব খান মোশাররফ হোসেন, খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডা.প্রকাশ চন্দ্র দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, সাংবাদিক সাগর মল্লিক ও উপজেলা যুবদল নেতা শেখ মিলন মাহমুদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com