
বাগেরহাটে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
গাজীপুরে সাংবাদিক অহিদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করতে হবে।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আহবায়ক এম হেদায়েত হোসাইন লিটন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ শওকত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, সাংবাদিক অলিপ ঘটক, মো. কামরুজ্জামান শিমুল, শেখ মিরানুজ্জামান মিরন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার মোড়ল এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নকিব মিজানুর রহমানসহ অনেকে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা বা নির্যাতনের ঘটনায় বারবার বিচারহীনতার সংস্কৃতি দেখা যায়। তাই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।