
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলার থেকে ৮ জেলে উদ্ধার
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান অবস্থায় আটকে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৮ জন ইলিশ শিকারি জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ভেসে ছিলেন। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-তে কল করার পর কোস্ট গার্ড দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করে।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৪ আগস্ট "এফবি মায়ের দোয়া" নামের ফিশিং ট্রলারটি ৮ জেলেকে নিয়ে বরগুনা থেকে ইলিশ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। যাত্রার তিন দিন পর ট্রলারের শ্যাফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি ভেসে থাকতে শুরু করে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় দীর্ঘ সময় তারা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
পরে ১৭ আগস্ট রাতে নেটওয়ার্কে ফেরার সুযোগ পেয়ে এক জেলে কোস্ট গার্ড জরুরি সেবায় কল দিলে তাৎক্ষণিকভাবে "স্বাধীন বাংলা" নামের টহল জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এরপর মোংলা বন্দরের ফেয়ারওয়ে চ্যানেলের বয় নম্বর-৫ এর কাছে থেকে ৮ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— আব্দুর রাজ্জাক, মোঃ ফারুক, মোঃ কামাল, আলম, মোঃ জাকারিয়া, মোঃ সজীব ও রাকিব। তারা পিরোজপুর জেলার বাসিন্দা হলেও মোঃ রাকিবের বাড়ি বরগুনায়। ট্রলারের মালিক হিসেবে মোঃ রাজ্জাকের নাম পাওয়া গেছে।
জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর ট্রলারটিকে হারবারিয়া নদীর তীরে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানায়, তারা উপকূলীয় ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম চালিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।