
ফকিরহাট উপজেলা বিএনপি’র সম্মেলন গোরা-কারিম প্যালেনের পরিচিতি সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনে গোরা-কারিম প্যালেন পরিচিতি ও পিলজংগ ইউনিয়নের ভোটারদের সাথে ভোট সম্পকিত উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৮টায় টাউন নওয়াপাড়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সভাপতি পদপ্রার্থী শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা), সাধারন সম্পাদক পদপ্রার্থী শেখ শরিফুল কামাল কারিম (কলস) সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী (মাছ) ও নোমান আলী মেহেদী (ফুল)।
ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, সদস্য সচিব এসএম খলিলুর রহমান, বিএনপি নেতা আলীবুদ্দিন, মহিউদ্দিন মইন ভুইয়া, মোতালেব হোসেন, জব্বার মল্লিক, আকরাম হোসেন, মাষ্টার রেজাউল ইসলাম, মোস্তফা কামাল হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, যুবদল নেতা রেজোয়ানুর করিম রেজা, ওর্য়াড বিএনপি নেতা মল্লিক আনিসুর রহমান, শফিয়ার রহমান, মারুপ হোসেন ও ইজাহার মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সভায় আগামী মঙ্গলবার ১৯ আগষ্ট উপজেলা বিএনপি’র নির্বাচনে গোরা-কারিম পূর্ণ প্যালেনকে বিজয়ী করার উপর বিস্তারিত আলোচনা করা হয়।