
মোল্লাহাট উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুটি অধিবেশনে এই সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে নগরকান্দী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান সভাপতি এবং কাহালপুর ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া, চাদেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার গুড়িয়া যুগ্ম সাধারণ সম্পাদক, দত্তডাঙ্গা এসি একাডেমির সহকারী শিক্ষক অমিতোষ কুমার গাইন কোষাধ্যক্ষ এবং চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল কবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি বিন্দু প্রসাদ বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা মুরাদ।