Logo
table-post
জামায়াতে ইসলামী ফকিরহাট সদর ইউনিয়নের যুব বিভাগের যুব সম্মেলন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট সদর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক আয়েজিত যুব সমাবেশ শুক্রবার (১৫ই আগস্ট) বিকাল ৩টায় কারামতিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডাঃ মোহাম্মাদ সোলায়মান হোসাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা ও খুলনা অঞ্চল টিম সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার যুব বিভাগের শূরা, কর্মপরিষদ সদস্য ও সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফকিরহাট থানা আমির এ, বি, এম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম ও যুব বিভাগের সভাপতি শেখ সুমন হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, যুব বিভাগের সহঃ সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদ প্রমুখ। 

@bagerhat24.com