
চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির অনুমোদন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারী উপজেলা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এম ডি আকবর আজাদ, যুগ্ম-আহবায়ক এম আফজাল হুসাইন ও সদস্য সচিব মোঃ একরামুল কবীর স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চিতলমারী উপজেলা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে এফ এম ফরহাদ হোসেনকে আহবায়ক, মোঃ আবু তালেব শেখকে যুগ্ম-আহবায়ক ও মোঃ আতিয়ার রহমান গাজীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন গাজী নুর মোহাম্মদ, আকরাম হোসেন, মোঃ এজাহার উদ্দিন ও শাজা মিয়া শেখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এম ডি আকবর আজাদ মুঠোফোনে বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমতা কুক্ষিগত ছিল। সেই ক্ষমতা পুনরুদ্ধার হয়েছে।
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশক্রমে নবগঠিত জেলা ইউনিটকে সাথে নিয়ে এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আশাকরি নেতৃবৃন্দ আগামীতে সুন্দর একটি নির্বাচিত কমিটি উপহার দিবেন।