
ফকিরহাটে মৎস্যজীবি দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব এর ১ম মৃত্যুবার্ষিকি পালন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর দোয়া মাহফিলটি ফকিরহাট উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ফকিরহাট উপজেলা শাখার আয়োজনে এদিন দোয়া মাহফিলের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ফকিরহাট উপজেলা শাখার সভাপতি খান শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান লাচ্চু এবং স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলা শাখার সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ফকির শহীদুল আলম, উপজেলা বিএনপি’র (সাবেক) সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও যুগ্ম আহবায়ক খান লিয়াকত হোসেন।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কবির আহমেদ, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন ফকিরহাট মডেল মসজিদের খতিব মুফতী মাহমুদুল হাসান কামরুল।