Logo
table-post
ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে এমভি রয়েল ইমেজ
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা বন্দরে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি রয়েল ইমেজ। জাহাজটি মঙ্গলবার বিকেলে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় ভিড়ে। এরপর বিকেলেই  শুরু হয় জাহাজটি হতে কয়লা খালাস ও পরিবহনের কাজ। 

 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং লাইন্স'র ম্যানেজার (অপারেশন) হুসাইন ইমাম জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার ৪শ মেট্টিক টন কয়লা নিয়ে এম,ভি রয়েল ইমেজ নামক জাহাজটি মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর নোঙ্গর করে। বিকেল থেকেই জাহাজটি  হতে কয়লা খালাসের কাজ শুরু হয়। খালাসকৃত কয়লা লাইটারে (কার্গো জাহাজ) করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হচ্ছে।

 

 এ লাইটার জাহাজ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়ার পর সেখানকার স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রের স্টোরে। 

@bagerhat24.com