Logo
table-post
শরণখোলায় ২ কিমি কাঁচা সড়কে চরম ভোগান্তি, বৃষ্টিতে হাঁটুপানি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের শরণখোলা উপজেলার বান্দাঘাটা থেকে রাজৈর মারকাজ মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক এখন চরমভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত আর খানাখন্দ, বৃষ্টি হলেই জমে হাঁটুপানি—আর কর্দমাক্ত কাদায় রূপ নেয় পুরো রাস্তা। শুষ্ক মৌসুমে ধুলোয় আচ্ছন্ন হয়ে ওঠে আশপাশের এলাকা।

বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকায় ভোগান্তি আরও বেড়েছে। শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ ও রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা—দুইটি প্রধান পরীক্ষা কেন্দ্রই এই সড়কের পাশে হওয়ায়, পরীক্ষার্থীদের কাদাপানি মাড়িয়ে কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে। স্থানীয়দের ভাষায় এটি যেন “গলার কাঁটা” হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতে, সড়কটি দৈনন্দিন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ এটি ব্যবহার করেন। বর্ষাকালে বড় বড় গর্তে জমে থাকা পানি কেবল চলাচলই নয়, অসুস্থ রোগী হাসপাতালে নেওয়ার পথও বন্ধ করে দেয়।

শরণখোলা উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম জানিয়েছেন, বান্দাঘাটা থেকে রাজৈর মারকাজ মসজিদ পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে।

এলাকাবাসীর অভিযোগ, ২০১৬ সালে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের সময় এই সড়ক উঁচু করা হলেও পাকা করা হয়নি। ফলে তখন থেকেই চলছে অব্যাহত দুর্ভোগ। সড়কের পাশেই রয়েছে বরফ কল, মৎস্য অবতরণ কেন্দ্র, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাজারো পরিবারের বসবাস। উপজেলা পরিষদ, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র ভরসা হওয়া সড়কটি যেন এখন ভোগান্তির আরেক নাম।

@bagerhat24.com