
চিতলমারীতে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলার সভাপতি মাওলনা সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার সাধারন সম্পাদক মুফতি নুরুজ্জামান বাগেরহাটী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী।
প্রশিক্ষণ কর্মশালায় ৬৩টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।