
কচুয়ার মসনী মন্দির পরিচালনা কমিটি গঠন
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার মসনী সর্বজনীন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার(৮আগষ্ট)সন্ধ্যায় মন্দির চত্বরে মন্দির কমিটির সভাপতি সাধন চন্দ্র দাসের সভাপতিত্বে মন্দির পরিচালনা কমিটির সাধারন সভায় প্রধান অতিথি ছিলেন,বাধাল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক বাধাল ইউপি চেয়ারম্যান মোল্লা আঃ গফফার।
মন্দির কমিটির সাধারন সম্পাদক বিমল কৃষ্ণ দাসের সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির সদস্যদের নাম প্রস্তাব ও সমর্থন মাধ্যমে ৩ বছর মেয়াদে মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি বাসুদেব মুন্সী খোকন, সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র দাস, সাধারন সম্পাদক হৃষিকেশ চন্দ্র দাস, সহ-সাধারন সম্পাদক তপন কুমার দাস, কোষাধ্যক্ষ উত্তম কুমার দাসকে নির্বাচিত করা হয়। এসময় আগত দূর্গা পূজা পরিচালনা কমিটিও গঠন করা হয়।