Logo
table-post
বাগেরহাটে ১টি আসন বিলুপ্তি প্রস্তাবে তীব্র প্রতিবাদ, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি পেশাজীবীদের
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে সংসদীয় আসনের সংখ্যা চার থেকে তিনে নামিয়ে আনার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জেলার পেশাজীবী মহল। বুধবার (৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সভায় পেশাজীবীরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা জানান এবং প্রয়োজনে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, ড্যাব বাগেরহাট শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নির্বাচন কমিশনের এই প্রস্তাব বাগেরহাটবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব কেড়ে নেওয়ার অপচেষ্টা। তারা ঘোষণা দেন, নির্বাচন কমিশন যদি এই প্রস্তাব থেকে না সরে আসে, তবে রবিবার (১০ আগস্ট) থেকে লাগাতার আন্দোলন শুরু করা হবে।

অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু জানান, “বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও যদি দাবি না মানা হয়, তবে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি বিলুপ্ত করে তিনটি আসন রাখার প্রস্তাব দেয়। এর পর থেকেই সাধারণ মানুষ, রাজনৈতিক দল এবং পেশাজীবী সমাজ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

@bagerhat24.com