Logo
table-post
বাগেরহাটে জামায়াতের বিশাল গণমিছিল: সরকারের প্রতি বিচার ও সংস্কারের জোর দাবি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট শহরে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে অনুষ্ঠিত হলো বিশাল গণমিছিল ও সমাবেশ। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় ২০ হাজার নেতাকর্মী। মিছিলটি শহরের দশানী এলাকা থেকে শুরু হয়ে ভিআইপি মোড়, ট্রাফিক মোড়, রেলরোড চত্বর, আলীয়া মাদরাসা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দশানীতে এসে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। তার সঙ্গে ছিলেন জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনূস, যুব বিভাগের প্রধান শেখ মনজুরুল হক রাহাদ, নায়েবে আমির মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসাইন, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলমসহ আরও অনেকে।

নেতারা বলেন, “জুলাই আন্দোলন ছিল রাষ্ট্রীয় অন্যায় ও স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রতীক। সে সময়কার শহীদদের এখনো ন্যায়বিচার পায়নি পরিবারগুলো। তাদের আত্মত্যাগের মর্যাদা দিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।”

তারা আরও বলেন, “গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও বিরোধী দলের স্বাধীন কার্যক্রমও গণতন্ত্রেরই অংশ। আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে কেউ নিপীড়িত হবে না, বরং ন্যায়ের ভিত্তিতে সমাজ চলবে।”

বক্তারা সরকারকে অনতিবিলম্বে ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু, আহতদের পুনর্বাসন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

মিছিলে অংশগ্রহণকারীদের দাবি—এই গণজমায়েত জামায়াতের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির বাস্তব প্রতিফলন।

@bagerhat24.com