
বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে র্যালি ও আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।
পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রথমেই প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন ও প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও সাম্যের ভিত্তি স্থাপিত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী এ আন্দোলন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”
তারা আরও বলেন, “এই দিনে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ যারা আত্মত্যাগ করেছেন—তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়েছে।”
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের স্মরণে আয়োজন সম্পন্ন হয়।