Logo
table-post
মোরেলগঞ্জে চাঁদাবাজির মামলায় টিসিবি ডিলার গ্রেফতার
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জে চাঁদাবাজির মামলায় (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবি’র এক ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। খাউলিয়া ইউনিয়নের টিসিবি ডিলার মো. জিয়াউল হাসানকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ গ্রেফতার করে। শনিবার বেলা ১০ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, সন্নাসী গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল আহসানকে প্রধান করে ৫ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে একই গ্রামের লোকমান হোসেন বয়াতী একটি চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন। তদন্তের স্বার্থে জিয়াউলকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। 

@bagerhat24.com