
জুলাই অভ্যুত্থানে নিহত চিতলমারীর দুই শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানে নিহত বাগেরহাটের চিতলমারীর দুই শহীদের কবরে ফুল দিয়ে উপজেলা প্রশাসন গভীর শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে শহীদ সাব্বির ইসলাম সাকিব ও চরচিংগড়ী গ্রামের মোঃ জসিম ফকিরের কবরে পুষ্পমাল্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল এ শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ডাঃ এম আর ফরাজি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সাব্বিরের পিতা শহিদুল ইসলাম, জসিম ফকিরের পিতা মোঃ হায়াত আলী ফকিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে শহীদদের রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।