
চিতলমারী উপজেলা বিএনপি’র বিশাল বিজয় র্যালি
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা বিজয় র্যালি করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় কোটি টাকার (পুরাতন স্টীল) ব্রিজ থেকে মিছিলটি শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু ও বাগেরহাট-১ আসনের সাবেক নমিনী এ্যাড. প্রকৌশলী মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক ও মোঃ শফিকুল ইসলাম বাবু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শিপন মুন্সী ও শোয়েব হোসেন গাজী প্রমূখ।
এছাড়া র্যালিতে সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ প্রায় দেড় হাজার নেতাকর্মি অংশ গ্রহণ করেন।