Logo
table-post
মোরেলগঞ্জ গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের মিছিল ও গণজমায়েত
01/01/1970 12:00:00

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

জুলাই গণঅভ্যুত্থানের প্্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াত ইসলামী বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা শাখার আয়োজনে ৫ আগষ্ট মঙ্গলবার  মিছিল ও জমায়েতের আয়োজন করে। 


   গণজমায়েত উপলক্ষে সকালে ফেরিঘাট থেকে অনুষ্ঠিত মিছিল একসময় জনসমুদ্রে পরিনত হয়ে কাপুড়িয়া পট্রিতে মিলিত হয়। এখানে পৌর আমির মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি বক্তৃতায় বাগেরহাট-৪ আসনের মনোননিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, ন্যায় কল্যানমুলক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। প্্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, প্লেইড ফিল্ড তৈরির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহন করব। আমরা দেশ পরিচালনায় দায়িত্ব পেলে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।


  ৩৬ জুলাই ( ৫ আগষ্ট) চেতনা বাস্তবায়নে শোষনহীণ,সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন,ন্যায় ও ইসলামভিত্তিক কল্যান রাষ্ট্র কায়েমের লক্ষ্যে অনুষ্ঠিত গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাফেজ সুলতান আহমেদ , উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন।  বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম । এ গণজমায়েতে সংগীত পরিবেশন করেন ইসলামী সংগীত শিল্পী নওশাত মাহামুদ। 


    অপরদিকে একইদিনে নব্বইরশি বাসষ্ট্রান্ডে  গণ অভ্যুত্থান উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও পথসভা করেছে।
 

@bagerhat24.com